১৭ অক্টোবর ২০১৪: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমি পুতিনের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যায় মিলানের সাল দেলে কেরিয়াতিডি প্রাসাদে ইতালির প্রেসিডেন্ট জর্জিও নেপলিতানোর দেয়া নৈশভোজের সময় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উভয় নেতা ইউরেশিয়া- (এসেম) বৈঠকে যোগদানকারী দেশগুলোর বিশ্বের এই দু’টি অঞ্চলের উন্নয়নে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
শুক্রবার ঢাকায় পাওয়া এক খবরে বলা হয়, বৈঠকে তারা আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে আর্থ-সামাজিক সম্পর্ক আগামী দিনগুলোতে আরো জোরদার করা হবে।
এ সময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানার ছোট কন্যা রূপন্তি উপস্থিত ছিলেন।
London Bangla A Force for the community…
