১৩ অক্টোবর ২০১৪: ব্রিটেনের হুইটস্ট্যাবেলের কেন্ট সমুদ্র সৈকতে ইতিহাসের সবচেয়ে বড় কাঁকড়ার সন্ধান পাওয়া গিয়েছে। ব্রিটেনবাসী দৈতাকৃতির এই কাঁকড়ার নাম দিয়েছে ‘ক্র্যাবজিলা’। জানা যায়, দৈতাকৃতির এই কাঁকড়াটি প্রায় ৫০ ফুট প্রস্থের।
দৈতাকৃতির এই কাঁকড়ার ছবি তুলতে আলোকচিত্রীকে পড়তে হয় ফ্যাসাদে। শেষ পর্যন্ত কোন উপায় না পেয়ে কাঁকড়াটির ছবি তোলার জন্য আলোকচিত্রী হেলিকপ্টারে উঠে পড়ে। হেলিকপ্টার থেকেই তুলতে হয়েছে ক্র্যাবজিলার ছবি।
কাঁকড়াটির ছবি তোলার পর ছবিটি ইন্টারনেটে দেওয়ার সাথে সাথে ইন্টারনেট দুনিয়ায় হৈচৈ ফেলে দিয়েছে। তবে ইন্টারনেটে ছবিটি দেয়ার পর একদিকে যেমন উৎসাহী মানুষের ভিড় বেড়েছে তেমনি সন্দেহপ্রবণ মানুষের মুখও খুলেছে। কেউ কেউ বলছেন পুরো বিষয়টি আজগুবি আর বানানো।
তবে সন্দেহপ্রবণদের যতই সন্দেহ থাকুক না কেন। এটা তো মোটামুটি সবাই জানেন যে, বিশ্বের সবচেয়ে বড় জাতের কাঁকড়া একমাত্র ব্রিটেনেই পাওয়া যায়। তাই এই দৈত্যাকৃতির কাঁকড়ার সংবাদকে একেবারে গুজব বলে উড়িয়ে দিতে পারছেন না খোদ সন্দেহপ্রবণরাও।
সূত্র: মেইল অনলাইন