১২ অক্টোবর ২০১৪: মার্কিন যুক্তরাষ্ট্রে ইবোলায় মৃত টমাস ডানকানের সেবাদাতার শরীরে ইবোলা ধরা পড়েছে। বাংলাদেশ সময় রোববার সন্ধ্যায় মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক পরীক্ষায় ওই সেবাদাতার শরীরে ইবোলা ভাইরাসের সংক্রমণ সনাক্ত করা গেছে। খবর বিবিসির।
তবে যুক্তরাষ্ট্রে ইবোলা পজেটিভ দ্বিতীয় এই ব্যক্তির নাম প্রকাশ করেনি টেক্সাসের স্বাস্থ্য দফতর।
দফতরের কমিশনার ডা. ডেভিড লেকে বলেন, ‘আমরা আশঙ্কা করছিলাম এমন কিছু একটা হতে পারে। ফলে আমাদের প্রাথমিক প্রস্তুতি ছিল।’
গত বুধবার ভোরে টেক্সাসের ডালাসে অবস্থিত একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান টমাস এরিক ডানকান (৪২)। লাইবেরিয়া থেকে যুক্তরাষ্ট্রে আসার পর ডানকানের শরীরে ইবোলা ধরা পরে।
তার মৃত্যুতে শোক জানিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছিলেন, ‘তার মৃত্যু আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমাদের খুব বেশি ভুল করবার সুযোগ নেই’।
এর আগেই অবশ্য যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে, পশ্চিম আফ্রিকা থেকে দেশটিতে আসা ভ্রমণকারীদের মধ্যে ইবোলার কোনও লক্ষণ আছে কি-না তা দেখতে প্রবেশপথগুলোতেও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।
এর অংশ হিসেবে দেশের ৫টি ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দরে আসা যাত্রীদের শরীরের তাপমাত্রা পরিমাপ করা হবে এবং একটি প্রশ্নমালা দেয়া হবে যেটির উত্তর তাদের দিতে হবে।
London Bangla A Force for the community…
