১১ অক্টোবর ২০১৪: ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি নিয়ে একটি ঐতিহাসিক এবং অভূতপূর্ব ভোটাভুটিতে অংশ নিতে যাচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট।
ফিলিস্তিনকে ইসরাইলের পাশাপাশি একটি পৃথক রাষ্ট্র ঘোষণা করা হবে কিনা তা সিদ্ধান্ত নিতে সোমবার হাউস অফ কমন্সে এ ভোট অনুষ্ঠিত হবে।
ব্রিটিশ পার্লামেন্টের সংসদ সদস্যরা একটি প্রস্তাবের উপর বিতর্কে অংশ নেবেন। প্রস্তাবটি হল ‘এই পার্লামেন্ট বিশ্বাস করে যে সরকারের উচিত ইসরাইল রাষ্ট্রের পাশাপাশি ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকার করা।’
২০১২ সালের নভেম্বরে জাতিসংঘ ফিলিস্তিনকে একটি পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা দিতে ভোটের আয়োজন করলে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ব্রিটেন শেষ মুহূর্তে ভোটদান থেকে বিরত থাকে।
তবে এই মুহূর্তে লেবার পার্টির সংসদ সদস্যরা ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে আগ্রহী। প্রস্তাবটির উত্থাপনকারী লেবার এমপি গ্রাহাম মরিস বলেন, ‘আমি মনে করি এটি গুরুত্বপূর্ণ যে পার্লামেন্টের সুযোগ রয়েছে তার ইচ্ছা প্রকাশ করার এবং আমাদের ইচ্ছা হল সরকার ইসরাইল রাষ্ট্রের পাশাপাশি ফিলিস্তিনকেও একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।’
বিবিসিকে তিনি বলেন, প্রস্তাবটিতে লেবার পার্টির ছায়া মন্ত্রিসভার পূর্ণ সমর্থন রয়েছে। যদিও এটি একটি প্রতীকী ভোট এবং এতে সরকারের নীতিরও কোনো পরিবর্তন হবে না কিন্তু আন্তর্জাতিকভাবে এটি প্রভাব ফেলতে পারে।
ব্রিটিশরাই ফিলিস্তিনিদের দুর্ভোগের জন্য বহুলাংশে দায়ী এবং ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইল রাষ্ট্রটিও তাদেরই সৃষ্টি। মরিসের প্রস্তাবে বলা হয়েছে যে ‘পার্লামেন্ট বিশ্বাস করে সরকার ইসরাইল রাষ্ট্রের পাশাপাশি ফিলিস্তিনকেও রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করবে।’ লেবার পার্টির পেছনের সারির এমপিদের একটি গ্রুপ সোমবারের প্রস্তাবে একটি সংশোধনী প্রস্তাব আনতে পারে। সংশোধনী প্রস্তাবটিতে একটি ধারা যোগ করা হতে পারে যে, আলোচনার মাধ্যমে দুই রাষ্ট্রের সমস্যার সমাধান নিশ্চিত করা হোক।
ব্রিটিশ পার্লামেন্টে ভোটাভুটি এমন একসময়ে হচ্ছে যখন ইউরোপের অন্যন্য রাষ্ট্রগুলোও আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রদক্ষেপ গ্রহণ করছে।
গত সপ্তাহে সুইডেনের বাম ঘেঁষা নতুন সরকার ঘোষণা দিয়েছে যে, তারা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে ইচ্ছুক। ইউরোপীয় ইউনিয়নের প্রথম রাষ্ট্র হিসেবে সুইডেন এই স্বীকৃতি দিতে যাচ্ছে। এখন পর্যন্ত শতাধিক রাষ্ট্র ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।
London Bangla A Force for the community…
