ব্রেকিং নিউজ
Home / বিশ্ব / হংকংয়ে আলোচনা স্থগিত

হংকংয়ে আলোচনা স্থগিত

 HK Protest৫ অক্টোবর ২০১৪ : প্রায় এক সপ্তাহের উত্তেজনার পর হংকং সরকার ও বিক্ষোভকারীরা আলোচনার প্রস্তাবে সম্মত হলেও তা স্থগিত হয়ে গেছে। ‘বিক্ষোভরতদের ওপর হামলা’র অভিযোগে আলোচনা শুরু হওয়ার আগেই তা স্থগিত হয়ে যায়।

এদিকে, গণতন্ত্রের দাবিতে বিক্ষোভকারীদের ওপর হামলার অভিযোগে ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। হামলাকারীদের সঙ্গে গোপন আঁতাতের অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছে পুলিশ।

প্রসঙ্গত, বিক্ষোভকারীদের দাবি- হংকংয়ের পরবর্তী নেতা বাছাইয়ের জন্য একটি অবাধ নির্বাচন, যা এরই মধ্যে প্রত্যাখ্যান করেছে বেইজিং প্রশাসন। আর পদত্যাগের আহ্বান প্রত্যাখ্যান করে হংকংয়ের নেতা ও প্রধান নির্বাহী সিওয়াই লিয়ুং লিয়ুং বৃহস্পতিবার তার উপ-প্রধানের সঙ্গে আলোচনার প্রস্তাব দেন।

এই বিক্ষোভকে ‘অবৈধ’ আখ্যায়িত করে চীন সরকার বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে আনার জন্য হংকং কর্তৃপক্ষকে নির্দেশও দিয়েছে।