৩০ সেপ্টেম্বর, ২০১৪: চার্লস এলওয়েল। বয়স মাত্র একদিন। আর এর মধ্যেই চার্লস বাবার সঙ্গে নেমে পড়লো সুইমিংপুলে! বাবার সাহায্য ছাড়া যদিও সে ভেসে থাকতে পারে না, তারপরও তার চেষ্টা যথেষ্ঠ প্রশংসনীয়!
গত বৃহস্পতিবার ইংল্যান্ডের ডেভন কাউন্টির ডেরিফো হাসপাতালে জন্ম নেয় চার্লস। আর জন্মের ঠিক ৩১ ঘণ্টা ৪৬ মিনিট পর বাবা সিমন এলওয়েলের সাথে সুইমিং পুলে নেমে পড়ল সে। ৩০ বছর বয়সী সিমন স্থানীয় একটি শিশুদের সাঁতার স্কুলের শিক্ষক।
বাবা সিমন জানান, চার্লস পুরো ব্যাপারটাই খুব উপভোগ করেছে। সাঁতার শেষে পানির মধ্যে তার ঘুমিয়ে পড়াটাও বেশ মজার। আর আমার কাছেও সেটি ছিল বিশেষ এক মুহূর্ত, বললেন তিনি।
London Bangla A Force for the community…
