রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৪ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধীন ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন। এর আগে ১৩ সেপ্টেম্বর ‘‘চ” ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ বছরের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মাত্র ২২৬জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ৭ হাজার ২৯২ জন। পাসের হার ৩ দশমিক ১ শতাংশ। অর্থাৎ ৯৬.৯০ ভাগই ফেল!
ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.eis.du.ac.bd এর মাধ্যমে অথবা মোবাইল ফোনের ক্ষুদে বার্তায় DU<>CHa<>Roll লিখে ১৬৩২১ পাঠিয়ে জানা যাবে।
এসময় উপাচার্য জানান, উত্তীর্ণ শিক্ষার্থীদের ১৪ই অক্টোবর থেকে ২০ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে ‘চয়েস ফরম’ পূরণ করতে হবে।
এছাড়া ১২ অক্টোবর থেকে ২০ অক্টোবরে মধ্যে উত্তীর্ণ কোটাধারী শিক্ষার্থীদের ডীন অফিস থেকে কোটা ফরম পূরণ করতে হবে। কেউ যদি ফলাফল নিরীক্ষণ করতে চায় তাহলে সোমবার থেকে ১লা অক্টোবরের মধ্যে ডীন অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।
London Bangla A Force for the community…
