ব্রেকিং নিউজ
Home / প্রচ্ছদ / আইএস জঙ্গি সিআইএর পরিকল্পনা: মুকতাদা আল সাদর

আইএস জঙ্গি সিআইএর পরিকল্পনা: মুকতাদা আল সাদর

muqtada_al_sadr২২ সেপ্টেম্বর, ২০১৪ : আইএস জঙ্গি দমনে, ইরাকে বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু, গুঞ্জন রয়েছে এই জঙ্গিদের উত্থানের পেছনে রয়েছে খোদ সিআইএর নীলনকশা। প্রকাশ্যে এমন দাবি তুলছে শিয়া নেতা মুকতাদা আল সাদরের অনুসারীরা। ধর্মীয় নেতারা হুঁশিয়ার করে বলছেন, বিদেশিরা যাতে ইরাকে ফের আগ্রাসন চালাতে না পারে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে রাজনীতিবিদদের। মার্কিনবিরোধী মনোভাব ছড়িয়েছে ইরাকের আনাচে কানাচে। নানান শিয়া বিদ্রোহী গ্রুপ ইতোমধ্যে মার্কিনীদের সাহায্য ছাড়াই আইএস জঙ্গি নির্মূলে আগ্রহী। একই উদ্দেশ্যে, স্বেচ্ছাসেবক হিসেবে নাম লেখাচ্ছে অনেক সাধারণ ইরাকি। উত্তর সীমান্তের মরুময় শহর আমিরলি, দুই মাস বিশ দিন দখলে রাখতে পেরেছিলো আইএস জঙ্গিরা। নিয়ন্ত্রণ এখন সরকারি বাহিনীর হাতে, কিন্তু, ততদিনে ভেঙ্গে পড়েছে শহরের পানি, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা। রাতের আধারে এখনো হামলা চালাতে আসে আশেপাশের গ্রামে ঘাপটি মেরে থাকা জঙ্গিরা। ইরাকের ধর্মীয় নেতারা মনে করেন, দেশের এ পরিণতির জন্য, বহির্বিশ্বের হস্তক্ষেপই দায়ী। ইরাকি শিয়াদের শীর্ষ নেতা আয়াতোল্লাহ আলি চিস্তানি বলেন, দেশের রাজনৈতিক নেতাদের সর্বোচ্চ মাত্রায় সতর্ক ও সচেতন থাকা উচিৎ। যাতে আইএস জঙ্গি দমনের নামে কোনো বিদেশি সেনা এখানে না আসে। এতে নিজেদের সামরিক ও রাজনৈতিক সিদ্ধান্ত নেয়ার স্বাধীনতা লঙ্ঘিত হয়। ইরাকে কি হচ্ছে না হচ্ছে, সামরিক সাহায্যের অজুহাতে তার নিয়ন্ত্রণ নেবে বিদেশিরা, তা হতে পারে না। আইএস জঙ্গি সিআইএর তৈরি, এমন অভিযোগ প্রকাশ্যেই তুলছে শিয়া নেতা মুকতাদা আল সাদরের অনুসারীরা। তারা মনে করে, জঙ্গিদের দিয়ে অস্থিরতা ছড়িয়ে, শত্রুদেশ সিরিয়া ও ইরানকে শায়েস্তা করতে চায় যুক্তরাষ্ট্র। তাদের শঙ্কা, অস্থিরতা ছড়ানো শেষ হলেই, জঙ্গিবাদ দমনের নামে ইরাকে ফের সেনা আগ্রাসন নামবে পশ্চিমা বিশ্ব।