আমেরিকার আলাবামা অঙ্গরাজ্যের এক হাসপাতালে খৎনার অপারেশনকালে একজন রোগীর পুরুষাঙ্গ কেটে ফেলেছেন দুই ডাক্তার।
৫৬ বছর বয়সি জনি লী ব্যাঙ্কস নামের এই রোগী গত মাসে খৎনা করানোর জন্য হাসপাতালে যান। এরপর এক অপারেশনে ডাক্তাররা ভুলক্রমে তার পুরুষাঙ্গ কেটে ফেলেন।
অপারেশনের পর লী ঘুম থেকে উঠে দেখেন যে তার পুরুষাঙ্গ কেটে ফেলা হয়েছে।
লী ব্যাঙ্কস এবং তার স্ত্রী জেলডা ব্যাঙ্কস মঙ্গলবার বার্মিংহামের জেফারসন কাউন্টি সার্কিট আদালতে প্রিন্সটন ব্যাপ্টিস্ট মেডিক্যাল সেন্টার নামের হাসপাতালটির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
মামলায় লী ব্যাঙ্কস বলেন, ডাক্তাররা তাকে আগে থেকে বলেননি যে অপারেশনকালে তার পুরো পুরুষাঙ্গই কেটে ফেলা হবে। আর তিনি পুরো বা আংশিক পুরুষাঙ্গ কাটার ব্যাপারে সম্মতিও দেননি।
এটা এখনো জানা যায়নি যে গত মাসে তিনি কেন খতনা করাতে গেলেন।
তবে লী ব্যাঙ্কসের আইনজীবী জন পি.গ্রেভস বলেন, তিনি আগে থেকে হাসপাতালটির ইউরোলজি বিভাগে চিকিৎসা নিচ্ছিলেন।
লী ব্যাঙ্কসের বর্তমান অবস্থা বর্ণনা করে আইনজীবী গ্রেভস জানান, আমার মক্কেল এখন বিধ্বস্ত।
তিনি আরো জাননান, লী এখন ভীষণ ব্যথায় কাতরাচ্ছেন। আর সেরে উঠতেও তার অতিরিক্ত সময় লাগবে। আর এজন্য হাসপাতালের খরচও বেড়ে যাবে।
লীর স্ত্রিও এই ভুল অপারেশনের ক্ষতিপূরণ দাবি করছেন।
এই মামলা থেকে একটা মোটা অঙ্কের ডলার পাওয়ার আশা করছেন তারা।
London Bangla A Force for the community…
