ব্রেকিং নিউজ
Home / প্রচ্ছদ / তিস্তার পানি না পেলে আরো কঠোর কর্মসূচি: বিএনপি

তিস্তার পানি না পেলে আরো কঠোর কর্মসূচি: বিএনপি

তিস্তার পানির ন্যায্য হিস্যা না পেলে আরো কঠোর কর্মসূচির হুমকি দিয়ে দুদিনের লং মার্চ কর্মসূচি শেষ করেছে বিএনপি।

ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে মঙ্গলবার ঢাকা থেকে গাড়িবহর নিয়ে রওনা হয়ে বিভিন্ন স্থানে পথসভার পর বুধবার দুপুরে তিস্তা ব্যারেজের পাশে শেষ সমাবেশ করেন বিএনপি নেতারা।

সেখানে সমাবেশে ফখরুল বলেন, “শুষ্ক মৌসুমে তিস্তায় আমাদের ১০ হাজার কিউসেক পানির প্রয়োজন। এক লং মার্চে তিস্তায় ৩ হাজার ৬ কিউসেক পানি বেড়ে গেছে।

“আমরা স্পষ্টভাষায় বলতে চাই, তিস্তার পানি না দিলে ভবিষ্যতে আরো বৃহত্তর কর্মসূচি আমরা ঘোষণা করব।”

বিএনপির এই কর্মসূচির মধ্যে ধুকতে থাকা তিস্তায় মঙ্গলবার আকস্মিকভাবে পানি প্রবাহ বেড়ে ৩ হাজার কিউসেক ছাড়িয়ে গেলেও বুধবার তা আবার কমে অর্ধেকে নেমে আসে।

ঢাকা থেকে রওনা হয়ে প্রথম দিন রংপুরে রাত কাটান বিএনপি নেতারা। নগরীতে বুধবার সকালে সমাবেশ করে রওনা হয়ে ৯৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দুপুর ১২টায় তিস্তা ব্যারেজের নীলফামারীর ডালিয়া পয়েন্টে পৌঁছে লং মার্চ।

আগে থেকে অবস্থানরত কয়েক হাজার বিএনপি নেতা-কর্মী ব্যারেজের সামনে হেলিপ্যাড মাঠে ফখরুলদের স্বাগত জানায়। পরে সেখানে আড়াই ঘণ্টার সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় কর্মসূচি।

‘তিস্তা নদীর পানি দে, নইলে গদি ছেড়ে দে’, ‘খালেদা জিয়া এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে’ স্লোগানের মধ্যে অনুষ্ঠিত সমাবেশে তিস্তার পানিশূন্যতা নিয়ে ভাওয়াইয়া গান গেয়ে শোনান স্থানীয় শিল্পীরা। পানির অভাবে এলাকাবাসীর দুর্দশার কথা তুলে ধরেন তিস্তা পাড়ের কৃষক আসিম উদ্দিন।