জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমেদ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, আপনি যেমন মুক্তিযুদ্ধে অংশ নেননি। তেমনি আপনার পিতা শেখ মুজিবুর রহমানও মুক্তিযুদ্ধ করেননি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেয়াতেই সবাই মুক্তিযুদ্ধে ছড়িয়ে পড়েছে। তাঁকে (জিয়া) উপেক্ষা করা যাবে না।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তাঁর ছেলে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
কাজী জাফর ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনা আবদুল মোবারকের বক্তব্যের তীব্র সমালোচনা করে বলেন, সাংবিধানিক পদে থেকেও সমালোচনা সহ্য করতে পারেন না। এতে প্রমাণ হয়, আপনি শাসক দলের কর্মী।
London Bangla A Force for the community…

এটা আমরা সকলে জানি কিন্তু তাদের কে বুঝাবে?