মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
রবিবার পিরোজপুরের জিয়ানগর উপজেলা পরিষদ নির্বাচনে মোট ২৩টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে মাসুদ সাঈদী প্রায় ১৫ হাজার ভোটের ব্যবধানে জয় পেয়েছেন।
জামায়াত-সমর্থিত প্রার্থী মাসুদ সাঈদী দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আব্দুল খালেক গাজী আনারস প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৬১৫ ভোট। তাদের মধ্যে ভোটের ব্যবধান ১৪ হাজার ৪৬২।
London Bangla A Force for the community…
