ক্রিমিয়ার পার্লামেন্ট আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করে রুশ ফেডারেশনে যোগ দেয়ার আবেদন জানিয়েছে। রোববার ইউক্রেনের স্বশাসিত এ উপদ্বীপের জনগণ এক গণভোটে রাশিয়ার সঙ্গে যোগ দেয়ার সিদ্ধান্ত ঘোষণা করার পর এ আবেদন জানাল ক্রিমিয়া।
ইউক্রেন সরকার অবশ্য জানিয়েছে, তারা গণভোটের এ ফলাফল মেনে নেবে না। মার্কিন সরকার ও ইউরোপীয় ইউনিয়ন এ গণভোটকে অবৈধ ঘোষণা করে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে।
গতমাসের শেষের দিকে পাশ্চাত্যপন্থী অভ্যুত্থানে ইউক্রেনের নির্বাচিত প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের পতন হওয়ার পর থেকে রুশপন্থী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে ক্রিমিয়া।
London Bangla A Force for the community…
