বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দেশবাসীর উদ্দেশে বলেছেন, ‘বিদ্যুতের দাম কমাতে চাইলে সরকার পরিবর্তন করুন।’তিনি বলেন, ‘উনারা (আওয়ামী লীগ) থাকলে দাম শুধু বাড়বে, কমবে মানুষের জীবনের মান।’বুধবার রাজধানীর শাহজাহানপুর মাহবুব আলী মিলানায়তনে জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় কমিটির এক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নজরুল এ সব কথা বলেন।তিনি বলেন, ‘যদি বিদ্যুৎতের দাম কমাতে চান, তাহলে সরকার পরিবর্তন করুন। বিদ্যুতের দাম বাড়লেই দলীয়ভাবে প্রতিবাদ জানানো হবে এবং কর্মসূচি দরকাল হলে নীতিনির্ধারকরা তা প্রণয়ন করবেন।’বিএনপির জ্যেষ্ঠ এ নেতা বলেন, ‘আমরা মনে করি- বিদ্যুতের দাম বৃদ্ধি মানে সবকিছুর দাম বৃদ্ধি। এতে করে জনগণের ভোগান্তি বাড়বে, আমরা এর বিরুদ্ধে।’তিনি বলেন, ‘কুইকরেন্টাল নামের যে লুটপাট হচ্ছে তা বন্ধ করতে হবে। বিভিন্ন বিদ্যুৎ অফিসে যে লুট হচ্ছে, তা বন্ধ করতে হবে। এসব লুট বন্ধ করতে পারলে বিদ্যুতের দাম বৃদ্ধি করার কোনো প্রয়োজন নেই।’‘মানুষ এমনিতেই অতিষ্ঠ, আমরা আশা করি- সরকার মানুষকে আর অতিষ্ঠ করবে না। বিদ্যুতের দাম বাড়লে আমরা দলীয়ভাবে এর প্রতিবাদ জানাবো। প্রয়োজনে কর্মসূচি প্রণয়ন করবেন নীতিনির্ধারকরা’ যোগ করেন নজরুল।সভায় তিনি বলেন, ‘উপজেলা নির্বাচনে সরকারের জনপ্রিয়তার বেলুন ফোকলা হয়ে গেছে। তারা জামায়াতের কাছেও হারে। ভোটারবিহীন নির্বাচন করে সরকার বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না।’বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদে শেখ ফজলুল হক সেলিম আন্দোলনকারীদের হাত-পা কেটে দেয়ার যে কথা বলেছে, তা কোনো সভ্য সমাজে বলতে পারে না।’এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান সারোয়ার, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান, শ্রমিক দল নেতা আবুল কাশেম প্রমুখ।