আফগানিস্তানের কাবুলে অবস্থানরত এক মার্কিন নারী দাবি করেছেন, তালেবানরা তাকে বেত্রাঘাত করেছে। এমনকি তার সামনে আরও এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে।
কাবুলে আটকে থাকা মার্কিন নাগরিকদের উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে আবেদন জানিয়েছেন ওই নারী।
ওই নারীর দাবি, যখন তালেবানরা বুঝতে পারে আমি পালানোর চেষ্টা করছি, তখনই আমাকে বেত্রাঘাত শুরু হয়। আমার মতোই আরও এক ব্যক্তি পরিবার নিয়ে পালানোর চেষ্টা করছিলেন। তার স্ত্রী এবং মেয়ের সামনেই তাকে গুলি করে হত্যা করে তারা।
তিনি আরও বলেন, যে কোনো সময় তালেবান যোদ্ধাদের হাতে মারা পড়তে পারি। বাড়িতে ছোট ছোট ছেলেমেয়ে, তাদের দেখতে পাব কিনা কে জানে।
তার কথায়, কাবুল বিমানবন্দরে যাওয়ার কোনো উপায় নেই। বাড়ি থেকে বিমানবন্দর পর্যন্ত রাস্তার ২০ জায়গায় চোকপোস্ট বসিয়ে পাহারা দিচ্ছে তালেবান।
সূত্র: ইন্ডিয়া টুডে, আনন্দবাজার।
London Bangla A Force for the community…
