আফগানিস্তানের জাতীয় প্রতিরোধ বাহিনী তালেবানের কাছ থেকে উত্তর কাবুলের বাগলান প্রদেশের তিনটি জেলার নিয়ন্ত্রণ নিয়েছে। শুক্রবার আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ও প্রত্যক্ষদর্শীরা এ তথ্য জানিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল এ খবর জানিয়েছে।
নিজেকে তত্ত্বাবধায়ক প্রেসিডেন্ট হিসেবে দাবি করা আফগান ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহর ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, প্রতিরোধ বাহিনী দক্ষিণাঞ্চলীয় বাগলান প্রদেশের পুল-ই-হিসার, দেহ-ই-সালেহ, বানু জেলার নিয়ন্ত্রণ নিয়েছে।
জেনারেল বিসমিল্লাহ মোহাম্মদি টুইটারে লিখেছেন, প্রতিরোধ এখনও চলমান রয়েছে।
তিনি এর আগে নিশ্চিত করেছিলেন দেহ-ই-সালেহ জেলায় তালেবানবিরোধী পতাকা উড্ডয়নের।
আশরাফ গণির প্রশাসনে বাগলান প্রদেশের পুলিশ কমান্ডারের দায়িত্বে থাকা সাইফুল্লাহ মাহজুন তিনটি জেলার নিয়ন্ত্রণ নেওয়ার খবর নিশ্চিত করেছেন। তিনি ফোনে জানান, আন্দারাব অঞ্চলের তিনটি জেলা আমরা পুনরায় দখল করেছি। অভিযানে অর্ধশতাধিক তালেবান যোদ্ধা নিহত হয়েছে।
তিনি আরও জানান, আমাদের অভিযানের নেতৃত্বে রয়েছেন আমরুল্লাহ সালেহ ও আহমদ মাসুদ এবং আফগানিস্তানের জনগণ সমর্থন জানাচ্ছেন। অভিযানে আফগান সেনাবাহিনীর অনেক সদস্য ছিল
London Bangla A Force for the community…
