নতুন পরিস্থিতিতে আফগানিস্তানের নারী ও মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী পাকিস্তানি মালালা ইউসুফজাই। সোমবার বিবিসি’র নিউজসাইটকে দেয়া এক সাক্ষাৎকারে মালালা এ আহ্বান জানান।
পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়- ওই সাক্ষাৎকারে মালালা বলেছেন, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অনেক কিছু করার আছে। আফগানিস্তানের মানুষ রক্ষায় তাকে সাহসী সিদ্ধান্ত নিতে হবে। আমি নিজেও অনেক বিশ্বনেতার সাথে আলাপ করার চেষ্টা করছি। এমন জরুরি মানবিক সংকটের সময়ে আমাদের সবার সাহায্য এবং সমর্থন প্রয়োজন। প্রত্যেক দেশেরই এক্ষেত্রে দায়দায়িত্ব রয়েছে।
উল্লেখ্য, মালালা নিজেও ২০১২ সালে পাকিস্তানের জংগিগোষ্ঠী তেহরিক-ই-তালেবানের গুলিতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছিলেন।
মালালা জানিয়েছেন তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে লেখা এক চিঠিতে আফগান বাস্তুচ্যুতদের পাকিস্তানে স্বাগত জানানোর জন্য আহ্বান জানিয়েছেন।।