ব্রেকিং নিউজ
Home / বিনোদন / পরীমণি ও সাকলায়েন-এর সম্পর্ক নিয়ে যা বললেন তসলিমা

পরীমণি ও সাকলায়েন-এর সম্পর্ক নিয়ে যা বললেন তসলিমা

 

বর্তমান সময়ের আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. গোলাম সাকলায়েন বিরুদ্ধে। এই বিষয়টি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মত প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন। তিনি লেখেন, ‘প্রেমের চেয়ে ভয়াবহ অপরাধ এখন আর কিছু নেই বাংলাদেশে।’

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘পুলিশের এক কর্মকর্তা এক সুন্দরী নায়িকার প্রেমে পড়েছেন বলে অফিশিয়ালি শাস্তি পাচ্ছেন।’

ফেসবুক পোস্টে তসলিমা নাসরিন লেখেন, ‘বাংলাদেশ চালায় মিডিয়া। মিডিয়া যদি বলে এই মেয়েটা খারাপ, তাহলে লক্ষ কোটি ব্রেনলেস দু’পেয়ে জীবের কাছে সে খারাপ। মিডিয়া যদি বলে ওই পুরুষটা ভালো, তাহলে লক্ষ কোটি ব্রেনলেস দু’পেয়ে জীবের কাছে সে ভালো। ব্রেনলেসদের যুক্তি বুদ্ধি থাকে না, বিচার বিবেচনা থাকে না। এরা হলো ভেড়ার মতো। প্রথম ভেড়াটি হলো মিডিয়া, প্রথম ভেড়াটি যেদিকে যায়, পেছনের ভেড়াগুলো সেদিকে যায়। ভেড়ারা এভাবেই ধর্ম মানে। …. ব্রেনলেসদের গাইড করা খুব সহজ, কারণ ব্রেনলেসরা কোনও কিছুর প্রমাণ চায় না। কোনও কিছুর গভীরে গিয়ে কোনও কিছু বোঝার ক্ষমতা ব্রেনলেসদের নেই। ব্রেনলেসদের বলা হলো ঘোড়া উড়তে পারে, ব্যস, সব ব্রেনলেস সমস্বরে বলবে, ঘোড়া উড়তে পারে। ব্রেনলেসদের মিডিয়া যা খাওয়াচ্ছে, তা-ই খাচ্ছে। খাবারগুলো যে বাসি পচা, তাও জানে না। নাক বন্ধ বলে খাবারের দুর্গন্ধ নাকে পৌঁছোয় না। চোখ বন্ধ বলে খাবার যে খাবার নয়, আবর্জনা, তা দেখতে পায় না।’

যদিও তাঁর এই মত সমর্থন করেননি বহু অনুরাগী। তাঁদের যুক্তি, দায়িত্ব পালনের সময় প্রশাসন আর অভিযুক্তের ‘প্রেম’ নিছকই ‘লেনদেন’। তাঁদের চোখে, এডিসি গোলাম সাকলায়েন দায়িত্ব পালন করতে গিয়ে ক্ষমতার অপপ্রয়োগ করে ভোগের নেশায় মেতেছেন। এতে সুবিচার ক্ষতিগ্রস্ত হবে। জনৈক নেটাগরিক অভিযোগ করেছেন, ‘আপনি প্রকৃত বিষয় জেনেও উদ্দেশ্যপ্রণোদিত হয়ে লেখাটি লিখেছেন।’