সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে সর্বোচ্চ ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৮৪৪। আজ বুধবার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ২২ জনের মধ্যে সিলেট জেলার ১৯ জন, হবিগঞ্জের ২ জন ও মৌলভীবাজারের ১ জন আছেন। একই সময়ে বিভাগে ১ হাজার ৯১৭ জনের নমুনা পরীক্ষায় ৫৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক শূন্য ৬।
নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সিলেট জেলার ৩১৯ জন, সুনামগঞ্জের ৬৩, হবিগঞ্জের ৬১ ও মৌলভীবাজার জেলার ১১৪ জন আছেন। এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ হাজার ১১। এর মধ্যে সিলেট জেলার ২৯ হাজার ১২২ জন, সুনামগঞ্জের ৫ হাজার ৪৭৫, হবিগঞ্জের ৫ হাজার ৬৮৪ জন ও মৌলভীবাজারের ৬ হাজার ৭৩০ জন। বিভাগে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৮৪৪ জন। এর মধ্যে সিলেট জেলার ৬৭৭ জন, সুনামগঞ্জের ৫৯, হবিগঞ্জের ৪২ ও মৌলভীবাজারের ৬৬ জন আছেন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৪ হাজার ৫৫২ জন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, বিভাগে করোনায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন ৪৬৯ জন। এর মধ্যে ৩২৪ জন চিকিৎসা নিচ্ছেন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে। এ ছাড়া সুনামগঞ্জের ৬৭ জন, হবিগঞ্জের ৫০ জন ও মৌলভীবাজারে ২৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
London Bangla A Force for the community…
