সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংহপুর ইউনিয়নের বালিউড়া বাজারে একটি চায়ের দোকানঘরের ভেতর থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মামুন মিয়া (১৪) উপজেলার পাশের বুগলা ইউনিয়নের কান্দাগাঁও গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে।
বুধবার সকালে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতরে মেঝে থেকে কিশোরের লাশ উদ্ধার করে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, নিহত কিশোরের বাবা বাবুল মিয়া বালিউড়া বাজারে স্ত্রী সন্তান নিয়ে একটি দোকানঘর ভাড়া নিয়ে কাচামালের ব্যবসা করে আসছিলেন। মঙ্গলবার রাত থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না ।
নিখোঁজের বিষয়টি দোয়ারাবাজার থানা পুলিশকে সকালে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দোকানঘরের মেঝেতে পড়ে থাকা লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। কেন কী কারণে তাকে খুন করা হলো তা এখনো পুলিশ নিশ্চিত নয়।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর বলেন, কী কারণে মামুনকে হত্যা করা হয়েছে সে বিষয়টি অনুসন্ধান চলছে।
London Bangla A Force for the community…
