সিলেট বিভাগে গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৩৭ জনের নমুনা পরীক্ষায় ৫৩৮ জনের করোনা শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ৪৩ দশমিক ৪৯ শতাংশ। একই সময়ে বিভাগে করোনায় তিনজনের মৃত্যু হয়েছে। আজ দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সিলেট জেলার ২৮৩ জন, সুনামগঞ্জের ৬৫, হবিগঞ্জের ৯৯ ও মৌলভীবাজার জেলায় ৯১ জন রয়েছেন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৩১ হাজার ৪২৯। ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া তিনজনের মধ্যে সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার একজন করে রয়েছেন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম বলেন, সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন ৪৫২ জন। এর মধ্যে ৩৪১ জন চিকিৎসা নিচ্ছেন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে। এ ছাড়া সুনামগঞ্জের ৩১ জন, হবিগঞ্জের ১৬ ও মৌলভীবাজারে ১০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
London Bangla A Force for the community…
