সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনায় মোট ৫৪৩ জনের মৃত্যু হলো। এদিকে গত এক দিনে নতুন করে ৪৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ বুধবার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সাতজন সিলেট জেলার এবং বাকি দুজন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এর আগে ৭ জুলাই বিভাগে করোনায় সর্বোচ্চ ৯ জনের মৃত্যুর রেকর্ড করা হয়েছিল।
এদিকে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮২ জনের নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪০ দশমিক শূন্য ২ শতাংশ। বিভাগে নতুন শনাক্ত ৪৩৩ জনের মধ্যে শুধু সিলেট জেলাতেই রয়েছেন সর্বোচ্চ ২৬৯ জন। এ ছাড়া সুনামগঞ্জের ৩২ জন, হবিগঞ্জের ৯৮ ও মৌলভীবাজারের ৩৪ জন রয়েছেন।
এখন পর্যন্ত বিভাগে মোট করোনা শনাক্তের সংখ্যা ৩০ হাজার ৮৯১। এর মধ্যে সিলেট জেলার ২০ হাজার ২২৬ জন, সুনামগঞ্জের ৩ হাজার ৪৩১, হবিগঞ্জের ৩ হাজার ৩৮৪ ও মৌলভীবাজারের ৩ হাজার ৮৫০ জন রয়েছেন। বিভাগের মধ্যে মৃত্যুর হিসাবেও শীর্ষে রয়েছে সিলেট জেলা। বিভাগে করোনায় মোট মারা যাওয়া ৫৪৩ জনের মধ্যে শুধু সিলেট জেলার বাসিন্দাই রয়েছেন ৪৩৮ জন।
এ ছাড়া সুনামগঞ্জের ৩৯ জন, হবিগঞ্জের ২৪ ও মৌলভীবাজারের ৪২ জন মারা গেছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪১ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৬১৮।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানান, করোনায় আক্রান্ত হয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪৪৫। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ৩৪৯ জন চিকিৎসাধীন করোনা রোগী রয়েছেন। এ ছাড়া সুনামগঞ্জে ৪৬ জন, হবিগঞ্জে ৭ ও মৌলভীবাজারে ৪৩ জন নিজ জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।