সিলেটে করোনা সংক্রমণ বাড়ছে আশঙ্কাজনক হারে। গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে করোনা শনাক্ত হয়েছে আরও ৩৭৫ জনের। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া ৫ জনের মধ্যে ২ জন সিলেটের। শনাক্ত হওয়া ৩৭৫ জনের মধ্যে সিলেটের ২০২ জন রয়েছেন। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ২৯৩ জন। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ জন করোনা আক্রান্ত রোগী। এরমধ্যে সিলেটের ৩৭ জন, মৌলভীবাজারের আরও ১৯ জন রয়েছেন।
সব মিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৫০ জন।
London Bangla A Force for the community…
