সুনামগঞ্জের জগন্নাথপুরে একদিনে ৩৪ জন করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে জগন্নাথপুর পৌরসভায় ২০জন, কলকলিয়া ইউনিয়নে ২জন, আশারকান্দি ইউনিয়নে ৩জন, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে ২জন, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ২জন, রানীগঞ্জ ইউনিয়নে ২জন, পাটলী ইউনিয়নে ১জন, মিরপুর ইউনিয়নে ১জন ও বিশ্বনাথের বাসিন্দা ১জন।
শনিবার (১০ জুলাই) সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তির ল্যাব থেকে নমুনা পরীক্ষার পর আক্রান্ত ওই ব্যক্তিদের করোনা রিপোর্ট পজেটিভ আসে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সূদন ধর জানান, জগন্নাথপুর উপজেলায় এ পর্যন্ত ৩১৪জন করোনায় আক্রান্ত হয়েছেন। তারমধ্যে সুস্থ আছেন ২৪৭জন, মৃত্যুবরণ করছেন ২জন। ৬২জন আছেন হোম আইসোলেশনে এবং ৩জন হাসপাতালে ভর্তি রয়েছেন।