সিলেট বিভাগে এক দিনে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে। বিভাগে গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৯৬৯ জনের করোনার নমুনা পরীক্ষায় ৩৮৯ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে অ্যান্টিজেন পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৫৯ জনের। শনাক্তের হার ৪০ দশমিক ১৪ শতাংশ। এটি সিলেটে সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড।
গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন তিনজন। মৃত ব্যক্তিরা সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনায় মারা গেছেন ৫০৫ জন। সংক্রমণের হার ৩৪ দশমিক ৬৪ শতাংশ। আজ বৃহস্পতিবার সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ২৫৬ জন, সুনামগঞ্জে ১৬ জন, হবিগঞ্জে ৫১ জন ও মৌলভীবাজারে ৬৬ জন আছেন। এ নিয়ে বিভাগে করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১০৫। এর মধ্যে সিলেট জেলার বাসিন্দা রয়েছেন ১৮ হাজার ৫৩২ জন, সুনামগঞ্জের বাসিন্দা ৩ হাজার ১৭৩ জন, হবিগঞ্জের বাসিন্দা ৩ হাজার ২ জন ও মৌলভীবাজারের বাসিন্দা রয়েছেন ৩ হাজার ৩৯৮ জন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম বলেন, সিলেট বিভাগে করোনা শনাক্তের রেকর্ড হয়েছে। করোনা সংক্রমিত হয়ে বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৫০৮। এর মধ্যে ৪৫০ জনই চিকিৎসা নিচ্ছেন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে। এ ছাড়া সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৬ জন, হবিগঞ্জে ৭ জন ও মৌলভীবাজারে ১৮ জন।
London Bangla A Force for the community…
