সিলেট বিভাগে এক দিনে করোনায় আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। বিভাগে গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় নয়জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে সিলেট জেলার সাতজন, সুনামগঞ্জের একজন ও মৌলভীবাজারের একজন আছেন। এ নিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। বিভাগে করোনায় মারা গেছেন ৫০২ জন।
এর আগে বিভাগে ৫ জুলাই আটজনের সর্বোচ্চ মৃত্যু হয়। এ ছাড়া গত ১৬ জুন ও ১ জুলাই বিভাগে সাতজন করে মারা যান।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগে ১ হাজার ৪৫ জনের নমুনা পরীক্ষা করে ৩৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে অ্যান্টিজেন পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৫৯ জনের। সংক্রমণের হার ৩৪ দশমিক ৬৪ শতাংশ।
আজ দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সিলেট জেলার ২১৩ জন, সুনামগঞ্জের ২৪ জন, হবিগঞ্জের ৩১ জন ও মৌলভীবাজারের ৯৪ জন। এ নিয়ে বিভাগে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭১৬। এর মধ্যে সিলেট জেলার ১৮ হাজার ২৭৬ জন, সুনামগঞ্জের ৩ হাজার ১৫৭ জন, হবিগঞ্জের ২ হাজার ৯৫১ জন ও মৌলভীবাজারের ৩ হাজার ৩৩২ জন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম বলেন, সিলেট বিভাগে করোনার মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন ৪৯২ জন। এর মধ্যে ৪৪৪ জনই চিকিৎসা নিচ্ছেন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে। এ ছাড়া সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৩ জন, হবিগঞ্জে ৭ জন ও মৌলভীবাজারে ১৮ জন।
London Bangla A Force for the community…
