ব্রেকিং নিউজ
Home / সিলেট / লকডাউন: সিলেটে সোমবারে ২০২ মামলা ও ২ লক্ষাধিক টাকা জরিমানা আদায়

লকডাউন: সিলেটে সোমবারে ২০২ মামলা ও ২ লক্ষাধিক টাকা জরিমানা আদায়

 

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশের অন্যান্য স্থানের ন্যায় সিলেটেও চলছে কঠোর লকডাউন। জনসাধারণকে এই লকডাউন মানাতে মাঠে তৎপর রয়েছে সিলেট জেলা প্রশাসন।

জেলা প্রশাসন ৩৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৩৫টি টিম গঠন করে গত ১ জুলাই থেকে নগরীসহ সিলেটের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় সিলেটে সোমবার (৫ জুলাই) যথাযথভাবে লকডাউন পালন ও স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিত করতে দিনব্যাপী সিলেট মহানগর ও সকল উপজেলায় ৩৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন।

মোবাইল কোর্ট পরিচালনাকালে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে ২০২ টি মামলা করা হয় এবং ২ লাখ ২০ হাজার ৯ শ টাকা জরিমানা আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা কাজে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বিক সহায়তা করে পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী, আনসার ও বিজিবির টিম।

সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে জেলা প্রশাসন