স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে কিছুই বলেননি হেফাজত নেতারা। আজ সোমবার (৫ জুলাই) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে সাক্ষাৎ করেন হেফাজত নেতারা। সংগঠনটির আমির জুনায়েদ বাবুনগরী ধানমণ্ডিতে রাত ৮ টা ৩৭ মিনিটে মন্ত্রীর বাসায় প্রবেশ করেন। রাত ১০ টা ৩০ মিনিটের দিকে বের বের হয়ে যান। তবে বের হওয়ার পরে সাক্ষাতের বিষয়ে কোনো কথা বলেননি তারা।
এদিকে হেফাজত নেতারা ছাড়াও বিভিন্ন বাহিনীর কর্মকর্তারাও মন্ত্রীর বাসায় প্রবেশ করতে দেখা গেছে। বৈঠকে অংশ নিতে সোমবার চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছেন জুনায়েদ বাবুনগরী। হেফাজত আমিরের সঙ্গে মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদি মন্ত্রীর বাসায় যান। হেফাজত সূত্রে জানা গেছে, বৈঠকে কওমি মাদ্রাসা খুলে দেওয়া, হেফাজত নেতা কর্মীদের মুক্তি, মামলার বিষয়ে আলোচনা হয়।
London Bangla A Force for the community…
