ব্রেকিং নিউজ
Home / সিলেট / ৪র্থ দিনের লকডাউনে সিলেটে ১৩৫টি মামলা ও পৌনে ২ লাখ টাকা জরিমানা

৪র্থ দিনের লকডাউনে সিলেটে ১৩৫টি মামলা ও পৌনে ২ লাখ টাকা জরিমানা

 

কঠোর লকডাউন বাস্তবায়নে সিলেটের জেলা প্রশাসন প্রতিদিনই সিলেট মহানগর ও সকল উপজেলায় অভিযান অব্যাহত রেখেছে।

চতুর্থ দিনের মতো আজ রবিবার যথাযথভাবে লকডাউন পালন ও স্বাস্থ্য বিধি অনুসরণ নিশ্চিত করতে সারাদিন ব্যাপী সিলেট মহানগর ও সকল উপজেলায় ৩২ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে ১৩৫ টি মামলা করা হয়। এ সময় ১ লাখ ৭৬ হাজার ৩শ টাকাও অর্থদন্ড প্রদান করা হয।

কোর্ট পরিচালনা কাজে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বিক সহায়তায় করে পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী, আনসার ও বিজিবির টিম।