গাড়িটি ৩৫ মিনিট ধরে উড়েছে আকাশে। গেছে স্লোভাকিয়ার নিত্রা বিমান বন্দর থেকে ব্রাতিস্লাভা আন্তর্জাতিক বিমান বন্দরে।
এই উড়ান ছিল পরীক্ষামূলক।
এর নাম এয়ারকার। এর সঙ্গে লাগানো আছে বিএমডাব্লিউ ইঞ্জিন।
এই উড়ন্ত গাড়িটি তৈরি করেছেন স্টেফান ক্লাইন। তিনি বলছেন, এটি ২,৫০০ মিটার উচ্চতায় ৬০০ মাইল উড়তে পারবে।
এর গাড়ি থেকে বিমানে রূপান্তরিত হতে সময় লাগে দুই মিনিট ১৫ সেকেন্ড।
সূত্র, বিবিসি
London Bangla A Force for the community…
