ব্রেকিং নিউজ
Home / সিলেট / সিলেট বিভাগে কমেছে নমুনা পরীক্ষা, বেড়েছে শনাক্তের হার

সিলেট বিভাগে কমেছে নমুনা পরীক্ষা, বেড়েছে শনাক্তের হার

 

সিলেট বিভাগে গতকাল শ‌নিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫৯৫ জনের নমুনা পরীক্ষা করে ২২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৮ দশ‌মিক ৩২ শতাংশ।

এর আগের ২৪ ঘণ্টায় ৬৭৯ জনের নমুনা পরীক্ষা করে ২০৩ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২৯ দশমিক ৯ শতাংশ। এতে দেখা যায়, নমুনা পরীক্ষার সংখ‌্যা কমলেও শনাক্তের সংখ্যা বেড়েছে। আজ রোববার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন শনাক্ত রোগীদের মধ্যে সিলেট জেলায় রয়েছেন ১৬৮ জন, সুনামগঞ্জে ১৭, হবিগঞ্জে ২২ ও মৌলভীবাজারে ২১ জন। এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৭১৪। এর মধ্যে সিলেট জেলার ১৭ হাজার ৬৯৯, সুনামগঞ্জের ৩ হাজার ৫৬, হবিগঞ্জের ২ হাজার ৮৩৮ ও মৌলভীবাজারের ৩ হাজার ১২১ জন। বিভাগে করোনায় এখন পর্যন্ত ৪৮৩ জনের মৃত্যু হয়েছে।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম বলেন, সিলেট বিভাগে করোনার নমুনা পরীক্ষার সংখ‌্যা কমলেও বেড়েছে আক্রান্তের হার। করোনায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন ৪০৬ জন। এর মধ্যে ৩৮১ জনই চিকিৎসা নিচ্ছেন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে। এ ছাড়া সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৮ জন, হবিগঞ্জে ২ এবং মৌলভীবাজারে ১৫ জন চিকিৎসা নিচ্ছেন।