অতিমারী কোভিভ- ১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান এর নেতৃত্বে, ১ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ ঘটিকা থেকে সন্ধ্যা সাড়ে ৬ ঘটিকা পর্যন্ত মৌলভীবাজার জেলার সকল উপজেলার বিভিন্নস্থানে আইন অমান্য করে শপিংমল, মার্কেট খোলা রাখা, গণপরিবহন ও সিএনজি চলাচল, স্বাস্থ্যবিধি না মেনে বাহিরে অবস্থান করায় সর্বোপরি সরকারি আদেশ অমান্য করায় দণ্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারা ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫(১)(খ) ধারামতে ১৬৭জন ব্যক্তিকে মোট ৮৯ হাজার ৯ শত টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়।
তবে এসময় জুড়ী উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকারি নির্দেশনা অমান্য করায় একজন ব্যক্তিকে সাময়িকভাবে আটক রাখেন।
উল্লেখ্য সকাল থেকে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসকগণ পুলিশ, সেনাবাহিনী, র্যাব, আনসার ও বিজিবি নিয়ে সারা মৌলভীবাজার শহর মনিটরিং করেন।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ ও সহকারী কমিশনার (ভূমি) জেলা প্রশাসন, মৌলভীবাজার এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।