সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত তাঁদের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে ১৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৬৮৪ জনের নমুনা পরীক্ষায় ১৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক শূন্য ৯ শতাংশ। নতুন শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে সিলেট জেলার ১৪৭, সুনামগঞ্জের ১১, হবিগঞ্জের ১২, মৌলভীবাজারের ২৯ জন রয়েছেন। বিভাগে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৯৮১ জন। সুস্থ হয়েছেন ২৩ হাজার ৬৭২ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৭৮ জন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম বলেন, সিলেট বিভাগে করোনার সংক্রমণের হার বাড়ছে। করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।