ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে চড় মারার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। দক্ষিণপূর্ব ফ্রান্সের দ্রোম অঞ্চলে মঙ্গলবার এ ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম বিএফএম টিভি ও আরএসসি রেডিও এই খবর দিয়েছে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, এক সমর্থকের সাথে হাত মেলাতে ম্যাক্রোঁ তার দিকে হাত বাড়িয়ে দিলে ওই ব্যক্তি তার মুখে চড় মারেন।
তার আগে ওই ব্যক্তিকে ‘ডাউন উইথ ম্যাক্রোঁনিয়া’ বলে চিৎকার করতে শোনা গেছে।
ওই ঘটনার পর ম্যাক্রোঁর সাথে থাকা দুই নিরাপত্তা কর্মী ওই ব্যক্তিকে ধরে ফেলেন। অন্যজন ম্যাক্রোঁকে সেখান থেকে সরিয়ে নেন। তবে তারপরও ম্যাক্রোঁ সেখানে কয়েক সেকেন্ড ছিলেন।
ওই ঘটনার আগে করোনার পর মানুষ কীভাবে স্বাভাবিক জীবনে ফিরছে তা জানতে রেস্টুরেন্ট কর্মী ও শিক্ষার্থীদের সাথে কথা বলেন ম্যাক্রোঁ।
সূত্র : ডয়চে ভেলে
London Bangla A Force for the community…
