সাড়া জাগানো ভৌতিক ছবিগুলোর সিনেমাগুলোর মধ্যে অন্যতম ‘কনজ্যুরিং’। সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির সিকুয়েল ‘কনজ্যুরিং থ্রি’। করোনার মধ্যে মুক্তি পাওয়া ছবির মধ্যে প্রথম দিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে এই ছবিটি।
সম্প্রতি হরর ছবি ‘অ্যা কোয়াইট প্লেস পার্ট টু’ মুক্তির পর প্রথম দিনে ৬ মিলিয়ন ডলার আয় করে রকের্ড গড়েছিল। ‘কনজ্যুরিং থ্রি’ সেই রেকর্ড ভেঙে প্রথম দিনে আয় করেছে ১০ মিলিয়ন ডলার। গত ৪ জুন মুক্তি পায় ছবিটি।
‘দ্য কনজুরিং: দ্য ডেভিল মেড মি ডু ইট’ সন্ত্রাস, খুন এবং অজানা দুষ্টের শীতল গল্প যা অভিজ্ঞ জীবনের অলৌকিক তদন্তকারী অ্যাড এবং লরেন ওয়ারেনকে চমকে দিয়েছে। একটি ছোট ছেলের আত্মার লড়াইয়ের সাথে শুরু হয় ছবির গল্প। তাদের ফাইলগুলির মধ্যে একটি সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা।
পরিচালক মাইকেল কেভস দাবি করেছেন, এটিই ‘কনজ্যুরিং’ সিরিজের সবচেয়ে ভয়ঙ্কর ছবি। ছবিটিতে অভিনয় করেছেন প্যাট্রিক উইলসন, ভরা ফার্মিঙ্গো, রুয়াইরি ও কোনার, সারাহ ক্যাথরিন হুক, জুলিয়ান হিলার্ড, জন নোবেল ও আরও অনেকে।
London Bangla A Force for the community…
