ব্রেকিং নিউজ
Home / ধর্ম / ধর্ম অবমাননা: পাকিস্তানে খ্রিস্টান দম্পত্তির মৃত্যুদণ্ড বাতিল

ধর্ম অবমাননা: পাকিস্তানে খ্রিস্টান দম্পত্তির মৃত্যুদণ্ড বাতিল

 

পাকিস্তানের লাহোর হাই কোর্ট ধর্ম অবমাননার মামলায় জেলা ও দায়রা আদালতে মৃত্যুদণ্ডের সাজা পাওয়া এক খ্রিস্টান দম্পতিকে বেকসুর খালাসের রায় দিয়েছে। বৃহস্পতিবার আদালত এই রায় দেয় বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন। ২০১৪ সালে এই দম্পতিকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছিল।

২০১৩ সালের জুন মাসে তোবা টেক সিং জেলার গজরা সিটি পুলিশের কাছে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে স্থানীয় একটি স্কুলের দারোয়ান শাফকাত এমানুয়েল ও তার স্ত্রী শাগুফতা কাউসার মাসিহের বিরুদ্ধে মামলা দায়ের করেন স্থানীয় একজন ইমাম।

অভিযোগকারী মালিক মুহাম্মদ হোসাইন দাবি করেন, ইমানুয়েল তাকে ধর্ম অবমাননামূলক ক্ষুদে বার্তা পাঠিয়েছেন। এই অভিযোগের ভিত্তিতে ইমানুয়েল ও শাগুফতাকে গ্রেফতার করা হয়। যদিও এফআইআর-এ শাগুফতার নাম ছিল না।

নিম্ন আদালত মামলার রায়ে তাদের মৃত্যুদণ্ড দেয়। এই রায়ের বিরুদ্ধে হাই কোর্টে আপিল করেন ওই দম্পত্তি।

বৃহস্পিতবার দুই বিচারপতির একটি বেঞ্চ তাদেরকে বেকসুর খালাসের রায় দিয়েছে। বিস্তারিত রায়ে খালাসের কারণ উল্লেখ করা হবে।

চার সন্তানের বাবা-মা এই দম্পতি এক সপ্তাহের মধ্যে মুক্তি পেতে পারেন। তবে অভিযোগকারী সুপ্রিম কোর্টে এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন।