ব্রেকিং নিউজ
Home / সিলেট / সিলেটে তোলপাড় আলোচনা :. শিল্পপতির বিরুদ্ধে লন্ডন প্রবাসী ছেলেকে হত্যাচেষ্টার মামলা

সিলেটে তোলপাড় আলোচনা :. শিল্পপতির বিরুদ্ধে লন্ডন প্রবাসী ছেলেকে হত্যাচেষ্টার মামলা

 

জমিসংক্রান্ত বিরোধের জেরে শিল্পপতি বাবার নেত্বত্বে লন্ডন প্রবাসী ছেলের ওপর হামলার ঘটনা ঘটেছে। ছেলেকে হত্যার উদ্দেশ্যে করা বাবার গুলি লক্ষ্যবস্তু হয়ে গাড়িতে গিয়ে লাগে। গাড়ি ভাঙচুর ছাড়াও এ সময় লন্ডন প্রবাসী ওই ছেলের সঙ্গে থাকা ১ লাখ ১৫ হাজার টাকাও ছিনিয়ে নেয় হামলাকারীরা। সোমবার রাত ২টার দিকে সিলেট নগরীর শিবগঞ্জ লাকড়ি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বাবার এমন কর্মকাণ্ডের প্রতিকার চেয়ে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (রহ.) থানায় গেলে পুলিশ মামলা গ্রহণ করেনি। নিরুপায় হয়ে মঙ্গলবার দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতে বাবার বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা করেন ফিজা অ্যান্ড কোংয়ের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম বাবুলের প্রথম স্ত্রীর দ্বিতীয় ছেলে আজহারুল ইসলাম মুমিন। আদালত মামলাটি এফআইআর ভুক্ত করে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (রহ.) থানাকে নির্দেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মো. জাহাঙ্গীর আলম।

মামলায় বাবা ছাড়া আরও ৬ জনের নামোল্লেখ করে ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করেছেন মুমিন। এজাহারনামীয় আসামিরা হলেন মুহিত হোসেন, আফজল, শিশির, আমান ইসলাম, বাবু ও বেলাল।

লন্ডন প্রবাসী মুমিনের অভিযোগ, লন্ডন থাকাকালীন সিলেট শহরের আলমপুর এলাকায় ২৬ শতক জায়গা কিনে ভোগদখল করে আসছিলেন। মুমিনের বাবা শিল্পপতি নজরুল ইসলাম বাবুল তাকে না জানিয়ে স্বাক্ষর জালিয়াতি করে ৩৩ কোটি টাকা ব্যাংক লোন নেন। বিষয়টি জেনে প্রতিবাদ করলে মুমিনকে প্রাণনাশের হুমকি দেন বাবুল।

এদিকে, জালিয়াতির বিষয়ে মুমিন মামলার প্রস্তুতি নিচ্ছিলেন। খবর সোমবার রাত ২টার দিকে ঘটনাস্থলে পৌঁছলে পূর্ব পরিকল্পিতভাবে মুমিনের গাড়ি (ঢাকা মেট্রো-গ-১১-৬৩২২) পথরোধ করে হত্যার উদ্দেশ্যে নিজের লাইসেন্স করা রিভলভার দিয়ে ২ রাউন্ড গুলি ছোড়েন। গুলি লক্ষ্যবস্তু হয়ে গিয়ে গাড়িতে লাগে। প্রাণ রক্ষায় গাড়ি থেকে বের হয়ে আসলে বাবুলের নির্দেশে তার লোকজন মুমিনকে কিল, ঘুসিসহ রড, লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে মুহিত রড দিয়ে মাথায় আঘাত করলে তা প্রতিহত করতে গিয়ে মুমিনের হাত ভেঙে যায়। অন্য আসামিরাও লাঠিসোটা দিয়ে মারধর এবং গাড়ি ভাঙচুর করে। মুমিনের আর্তচিৎকারে আশপাশের লোকজন, পুলিশের টহল টিম এলে আসামিরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করান।

এসব তথ্য নিশ্চিত করে মামলার বাদী আজহারুল ইসলাম মুমিন যুগান্তরকে বলেন, বাবার জালিয়াতির বিষয়টি জেনে তিনি দেশে আসেন। হোম কোয়ারেন্টিন থেকে বের হয়ে ৭ মার্চ রাতে তাদের ফিজা অ্যান্ড কোং-এ গিয়ে তার বাবার কাছে জানতে চাইলে বিবাদের সৃষ্টি হয়।

ফিজা অ্যান্ড কোংয়ের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম বাবুল সব অভিযোগ অস্বীকার করে যুগান্তরকে বলেন, ছেলে লন্ডন থাকাকালীন মাদকাসক্ত হয়ে পড়ে। দেশে এসেও খারাপ ছেলেদের সঙ্গে চলাফেরা করে। নিয়ন্ত্রণ করতে পারছি না। এজন্য এসএমপির কোতোয়ালি ও বিমানবন্দর থানায় দুটি মামলা করে রেখেছি। এক প্রশ্নের উত্তরে তিনি জানান, রাজনৈতিক কাজে সোমবার রাত ৮টার ফ্লাইটে ঢাকা এসেছি, রাত ২টায় সিলেটে গুলি করব কী করে? কোম্পানির মালিক আমি তার স্বাক্ষর জাল করার কী আছে? সে কে?

জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর কমিটির সাবেক সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম বাবুল দল পাল্টিয়ে এখন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য। টানা দুবার সিলেট সিটি নির্বাচনে ৯নং ওয়ার্ডে পরাজিত নজরুল ইসলাম বাবুল এবার সিলেট-৩ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী। ১৯৯৮ সালে বাবুল অস্ত্র মামলায় টানা ৩ মাস কারান্তরীণ ছিলেন।