ব্রেকিং নিউজ
Home / সিলেট / শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে সিলেটে সংহতি সমাবেশ

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে সিলেটে সংহতি সমাবেশ

স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন। শুক্রবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে
স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন। শুক্রবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনেপ্রথম আলো
শিক্ষক ও শিক্ষার্থীদের টিকার আওতায় এনে আগামী ১ জুন সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে ‘সিলেটের সাধারণ শিক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে সংহতি সমাবেশ হয়েছে। আজ শুক্রবার বিকেলে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই সমাবেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিত্বশীল শিক্ষার্থী, শিক্ষকসহ পেশাজীবী সংগঠনের নেতা ও অভিভাবকেরা একাত্ম হন।

সমাবেশে সভাপতিত্ব করেন সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের শিক্ষার্থী আবদুর রহিম। সঞ্চালনা করেন বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থী মনীষা ওয়াহিদ ও সিলেট সরকারি মহিলা কলেজের তানজিনা বেগম। সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, শিক্ষক শাহজালাল সুমন, প্রভাষক মো. লুৎফর রহমান, আইনজীবী আনোয়ার হোসেন সুমন, রনেন সরকারসহ উপস্থিত শিক্ষার্থীরা এতে বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে শিক্ষামন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, আমরা তা প্রত্যাখ্যান করছি। তিনি সাধারণ শিক্ষার্থীদের পরিস্থিতি বিবেচনায় না নিয়েই এ সিদ্ধান্ত ঘোষণা করেছেন। করোনাভাইরাসের কারণে প্রায় দেড় বছর যাবৎ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বারবার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার তারিখ ঘোষণা করা হলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। অথচ সবকিছু স্বাভাবিক নিয়মে চলছে।’

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। শুক্রবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনেপ্রথম আলো
একটানা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় লেখাপড়ার বাইরে থেকে নানা কাজে জড়িয়ে পড়তে শিক্ষার্থীরা বাধ্য হচ্ছে, উল্লেখ করে বক্তারা বলেন, দীর্ঘদিন দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় উচ্চশিক্ষাও ধ্বংসের দিকে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় সেশনজট তৈরি হয়েছে। ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকায় চাকরির ক্ষেত্রে পিছিয়ে পড়ার শঙ্কায় শিক্ষার্থীরা মানসিকভাবে ভালো নেই। শিক্ষা কার্যক্রমের বাইরে থাকায় মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়ারও আশঙ্কা দেখা দিচ্ছে।

গ্রামের অবস্থা আরও করুণ, উল্লেখ করে বক্তারা প্রাথমিক শিক্ষাব্যবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা বলেন, ‘প্রাথমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত হাজার হাজার শিক্ষার্থী ঝরে যাচ্ছে। যেখানে কর্মকর্তা-কর্মচারী সবাই স্বাস্থ্যবিধি মেনে অফিস করছেন, তাহলে শিক্ষার্থীরা কেন স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করতে পারবে না? তাই জুন মাসের প্রথম দিনই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানাচ্ছি আমরা।’

সমাবেশ থেকে আগামী শনিবারের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দেওয়ার দাবি জানিয়ে শিক্ষার্থীরা বলেন, ‘শনিবার দিন পর্যন্ত আমরা অপেক্ষা করব। সন্ধ্যায় সিলেটে আমরা মশাল মিছিল করে টানা আন্দোলন কর্মসূচি ঘোষণা করব। এতে সর্বস্তরের শিক্ষার্থীরা একাত্ম হবে।’