বাংলাদেশের একতরফা নির্বাচন প্রত্যাখানের দাবীতে বৃটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে অনশন করেন যুক্তরাজ্য বিএনপি। বৃটেনের রবিবার সরকারী ছুটির দিন থাকা সত্ত্বে এই অনশন সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করে আওয়ামী সরকারের এক তরফা নির্বাচন বিরোধী বিভিন্ন স্লোগানে তীব্র প্রতিবাদ জানান। যুক্তরাজ্য বিএনপির সভাপতি শাইস্তা চৌধুরী কুদ্দুস ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদের নেতৃত্বে সমাবেশ শেষ বৃটিশ প্রধানমন্ত্রী বরবারে একটি স্মারক লিপি প্রদান করেন।
স্মারক লিপিতে তারা বলেন, জনগন এই প্রহসেনর নির্বাচন পুরোপুরি প্রত্যাখ্যান করে। এর মধ্য দিয়ে আবারো প্রমাণিত হলো দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হতে পারে না। ভোটারবিহিন এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্ক অধ্যায় রচিত করেছে। আওয়ামী সরকারকে এর চরম মূল্য দিতে হবে।
বক্তারা বলেন, যতদিন পর্যন্ত নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়া হবে না ততদিন ইউরোপে আন্দোলন কঠোর আন্দোলন কর্মসূচী দেওয়া হবে। -প্রেস বিজ্ঞপ্তি