নোয়াখালীর সদর উপজেলার নাপিতের পোল এলাকার একটি হাসপাতালে চিকিৎসকের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। হাসপাতাল কতৃপক্ষ অভিযোগটি অস্বীকার করেছে। তবে এ ঘটনায় হাসপাতালে ভাঙচুর করেছেন নবজাতকের স্বজনরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগী পরিবারটি নোয়াখালী পৌরসভার ২নম্বর ওয়ার্ডের ফতেপুর এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে চিকিৎসকের অবহেলার কারণে মৃত্যুর এই ঘটনা ঘটে। নবজাতকের স্বজনেরা এ ঘটনার সঙ্গে জড়িত চিকিৎসকসহ সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
নোয়াখালী সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার জানান, চিকিৎসকরে অবহেলায় নবজাতক মৃত্যুর অভিযোগ পেয়েছি।
নবজাতক মৃত্যুর বিষয়ে চিকিৎসক বা নার্সদের কোনো অবহেলা থাকলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাহেদ উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।