নব্বুইয়ের শক্তিমান কবি ফায়সাল আইয়ূবের পিতা হাজি মুহাম্মদ ফখরউদ্দিন (৭২) আজ গত হয়েছেন করোনা আক্রান্ত হয়ে। বাসা সিলেট শহরের তোপখানা। বাড়ি গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের বহরগ্রামে। নাজমা ফার্মেসি নামে সিলেট নগরীর পশ্চিম কাজিরবাজারে ছিল তার ব্যবসাপ্রতিষ্ঠান।
মৃত্যুকালে তাঁর সহধর্মিণী, চার ছেলে, তিন মেয়েসহ নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। ছেলেমেয়েরা ইংল্যান্ড আমেরিকা ও ফ্রান্সে বসবাস করছেন। ব্যক্তিজীবনে তিনি অত্যন্ত সহজসরল ও ধার্মিক ছিলেন।
এক শোকবার্তায় এলবি২৪ পরিবার মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
London Bangla A Force for the community…
