হেফাজত নেতা মামুনুল হককে গ্রেফতারের ঘটনায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জিহাদের ডাক দেওয়ায় মাগুরার মহম্মদপুর থানা পুলিশ উপজেলার বড়রিয়া গ্রাম থেকে সোমবার (১৯ এপ্রিল) রাতে শাহিন বিপ্লব (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে। সে উক্ত গ্রামের শাহজাহান সর্দারের ছেলে। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে তাকে মাগুরায় আদালতে চালান দেয়া হবে।
মাগুরার মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস জানান, শাহিন বিপ্লব তার ফেসবুকে হেফাজত নেতা মামুনুল হককে গ্রেফতারের ঘটনায় জিহাদের ডাক দেয়। ফলে উক্ত এলাকায় দুটি গ্রুপের মধ্যে সংঘাতের পরিবেশের সৃষ্টি এবং চরম উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাকে গ্রেফতার করেছে। পুলিশ বাদী হয়ে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছে। তাকে আজ মঙ্গলবার দুপুরে আদালতে চালান দেয়া হয়েছে। ফেসবুকে শাহিন বিপ্লবের পোষ্ট কারা কারা শেয়ার করেছেন তা শনাক্তের চেষ্টা চলছে।
London Bangla A Force for the community…
