গোসল করতে নেমে ময়মনসিংহ নগরী জয়নুল পার্কের পাশে ব্রহ্মপুত্র নদে তিন শিশুর মৃত্যু হয়েছে। পহেলা বৈশাখ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- নগরীর সানকি পাড়া এলাকার রতন মিয়ার পুত্র আহাদ (১০), নাসিম মিয়ার পুত্র সায়েম (৭) ও শহীদুলের পুত্র জিহাদ (৮)। অবুঝ তিনি শিশু এমন করুন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, এরা তিন বন্ধুসহ আরও কয়েকজন দুপুর সাড়ে ১২টার দিকে কাঁচারিঘাট দিয়ে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। একপর্যায়ে নদের পানিতে তলিয়ে যায় এরা তিনজন।
এ সময় গোসলরত অন্যদের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে জিহাদ ও সায়েমকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল আহাদকে উদ্ধার করে ওই তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
ফায়ার সার্ভিসের গ্রুপ লিডার মুজিবুর রহমান জানান, খবর পেয়ে দুপুর ২টার দিকে দ্রুত ঘটনাস্থল পৌঁছে শিশুদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
৩১নং শিশু ওয়ার্ডের চিকিৎসক ডা. কাফিয়া ফেরদৌসী জানান, এদের তিন জনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। পানিতে ডুবে ঘটনাস্থলেই ওরা মারা যায়।