ব্রেকিং নিউজ
Home / রাজনীতি / হেফাজতের আন্দোলনের ১৮দিন পর ব্রাহ্মণবাড়িয়ায় আ.লীগের কর্মসূচি : জুনায়েদ আল হাবিবকে অবাঞ্ছিত ঘোষণা

হেফাজতের আন্দোলনের ১৮দিন পর ব্রাহ্মণবাড়িয়ায় আ.লীগের কর্মসূচি : জুনায়েদ আল হাবিবকে অবাঞ্ছিত ঘোষণা

 

হেফাজতের আন্দোলনের ১৮ দিন পর হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

পৌর আ.লীগের সভাপতি মোসলেম মিয়ার সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান বাবুল, যুগ্ম সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মাহাবুবুল আলম খোকন ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এএমএইচ মাহাবুবুল আলম ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

মানববন্ধনে বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন, সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন সংঙ্গীতাঙ্গন, ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় মন্দির, ভূমি অফিস, পৌরসভা থেকে শুরু করে এমন কোনও সরকারি-বেসরকারি স্থাপনা নেই, যেখানে ধ্বংসযজ্ঞ চালানো হয়নি। বক্তারা এ ঘটনার জন্য হেফাজতের নায়েবে আমির ও ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতের সভাপতি মাওলানা সাজিদুর রহমান এবং সাধারণ সম্পাদক মাওলানা মোবারক উল্লাহকে দায়ী করেন। তাণ্ডবের ঘটনায় তাদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান আ.লীগের নেতাকর্মীরা।

পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে নিয়ে কটূক্তির অভিযোগে হেফাজতের কেন্দ্রীয় নেতা জুনায়েদ আল হাবিবকে তার নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করেন আ.লীগের নেতাকর্মীরা।

মানববন্ধনে জেলা আ.লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।