গত ২৬, ২৭ ও ২৮ মার্চ হেফাজতের বিক্ষোভ চলাকালে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গত ২৪ ঘণ্টায় আরো ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় আরও ২ টি মামলা হয়েছে। ইউনাটেড কলেজ ও আ, ম উবায়দুর মোক্তাদির মহিলা কলেজের পক্ষ থেকে দুটি মামলা করা হয় ।
এ নিয়ে জেলায় এখন পর্যন্ত ৫১ টি মামলা হয়েছে। এর মধ্যে সদর থানায় ৪৫ টি, আশুগঞ্জ থানায় ০৩ টি ও সরাইল থানায় ০২ টি মামলা রুজু হয়েছে। এ সকল মামলায় ২৮৮ জন এজাহারনামীয় আসামীসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ হাজার মানুষকে আসামী করা হয়েছে। এ পর্যন্ত সর্বমোট ১৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, সহিংস ঘটনাসমূহের প্রাপ্ত স্থির চিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের সনাক্ত করা হয়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার রইস উদ্দিন জানান, এখন পর্যন্ত জেলার ৩ থানায় ৫০টি মামলা ও রেলওয়ে থানায় জিআরপি পুলিশের পক্ষ থেকে আখাউড়ায় ১টি মামলাসহ ৫১টি মামলা দায়ের করা হয়েছে।