সিলেটে নগরীর হাউজিং এস্টেট এলাকা থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহবত যুবক আনোয়ার হোসেন বাদশা (২৫) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া গ্রামের আব্দুল নূরের ছেলে।
রবিবার সকালে হাউজিং এস্টেট ১ নম্বর লেনের ৩ নম্বর বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফুল্লাহ তাহের প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানায়, মারা যাওয়া যুবকের বড় ভাই সিরাজুল ইসলাম (৩৫) পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসার রান্না ঘরের জানালার গ্রীলের সাথে ফাঁস লাগানো অবস্থা থেকে আনোয়ার হোসেন বাদশার লাশ উদ্ধার করে। সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মৃত দেহটি ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।
নিহতের পরিবারের ধারণা, রবিবার আনুমানিক ভোর ৪টার দিকে সকলের অজ্ঞাতসারে আনোয়ার হোসেন বাদশা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
এ বিষয়ে অপমৃত্যু মামলা রুজু প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ।
London Bangla A Force for the community…
