রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মায় জেলেদের জালে ১৬ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে। মাছটি এক হাজার ২৬৫ টাকা কেজি দরে ২১ হাজার ১২৬ টাকা দরে বিক্রি হয়েছে।
রোববার সকাল সাড়ে ৬টার দিকে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকায় জেলে জয়নাল সরদারের জালে মাছটি ধরা পড়ে। বিশাল আকৃতির ওই মাছটি দেখতে আড়তে ভিড় করেন অনেকেই।
মাছটি স্থানীয় আড়তে তোলা হলে ব্যবসায়ী মো. চান্দু এক হাজার ২৬৫ টাকা কেজি দরে মাছটি কিনে নেন।
জেলে জয়নাল সরদার বলেন, ভোরে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকায় জাল পাতেন তিনি। সকাল সাড়ে ৬টার দিকে মাছটি ধরা পড়ে। মাছটির ওজন ১৬ কেজি ৭০০ গ্রাম। দৌলতদিয়াঘাটের বাজারে দুলাল মণ্ডল আড়তে নিয়ে গেলে মাছটি এক হাজার ২৬৫ টাকা কেজি দরে ২১ হাজার ১২৬ টাকায় কিনে নেন মো. চান্দু।
মাছ ব্যবসায়ী চান্দু বলেন, দৌলতদিয়াঘাট দিয়ে যাতায়াতকারী অনেক মানুষকে তিনি মাছ দেন। খবর পেয়ে ক্রেতারা মাছটি কিনতে তাকে ফোন দিচ্ছেন বলে জানান তিনি।
London Bangla A Force for the community…
