ব্রেকিং নিউজ
Home / প্রচ্ছদ / পরলোকে রানী এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ

পরলোকে রানী এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ

ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৯ বছর। তার মৃত্যুর কারণ এখণও প্রকাশ করা হয়নি। অসুস্থ বোধ করায় গত ১৬ ফেব্রুয়ারি তাকে কিং এডওয়ার্ড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তাকে আরেকটি হাসপাতালে সাত দিন রাখা হয়। সেখানে সফলভাবে তার হৃদযন্ত্রের পরীক্ষা ও চিকিৎসা হয়েছে বলে জানায় বিবিসি। এর আগে সব মিলিয়ে এই দফায় প্রিন্স ফিলিপ টানা ২৮ দিন হাসপাতালে ভর্তি ছিলেন। অতীতে কখনো তিনি এত লম্বা সময় ধরে হাসপাতালে ভর্তি থাকেননি। ঠিক কী কারণে প্রিন্স ফিলিপকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তা এখনো প্রকাশ করা হয়েনি। তবে ভর্তির সময় বাকিংহ্যাম প্যালেস থেকে এক বিবৃতিতে বলা হয়েছিল, প্রিন্স ফিলিপের অসুস্থার কারণ করোনাভাইরাস নয়। গত জানুয়ারিতেই প্রিন্স ফিলিপ এবং রানী দ্বিতীয় এলিজাবেথ (৯৪) কোভিড-১৯ এর টিকা নিয়েছেন। ১৯৪৭ সালে রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে তার বিয়ে হয়।