ব্রেকিং নিউজ
Home / বিশ্ব / আমেরিকা / রাহুল গান্ধী ভারতের আভ্যন্তরীণ বিষয়ে আমেরিকার হস্তক্ষেপ চাইছেন শুনে নিকোলাস বার্নস বাকরুদ্ধ হয়ে গেলেন

রাহুল গান্ধী ভারতের আভ্যন্তরীণ বিষয়ে আমেরিকার হস্তক্ষেপ চাইছেন শুনে নিকোলাস বার্নস বাকরুদ্ধ হয়ে গেলেন

হার্ভার্ড কেনেডি স্কুলের প্রফেসর নিকোলাস বার্নসের সঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধী গত শুক্রবার এক আলোচনায় বসেন। সেখানে তিনি নিকোলাস বার্নসকে বলেন, আমেরিকার উচিত ভারতের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা। কিন্তু অন্যদিকে, কেন্দ্র সরকার স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, ভারতের আভ্যন্তরীণ বিষয়ে অন্য কোন দেশের হস্তক্ষেপ সহ্য করা হবে না।

হার্ভার্ড কেনেডি স্কুলের ‘পলিটিক্স অ্যান্ড পাবলিক সার্ভিস ইনস্টিটিউট’র পক্ষ থেকে, ভারতীয় রাজনীতি ও জনসেবার চ্যালেঞ্জ, সুযোগ ও প্রভাব ‘শীর্ষক আলোচনার জন্য রাহুল গান্ধীকে আমন্ত্রিত করা হয়েছিল। সেই আলোচনায় উপস্থিত থেকে আন্তর্জাতিক স্তরে ভারতের ভাবমূর্তি নষ্ট করতে উদ্যত হয়েছিলেন রাহুল গান্ধী।

গ্রিসে প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত ছিলেন নিকোলাস বার্নস, যিনি বর্তমানে হার্ভার্ডের জন এফ কেনেডি স্কুল অফ গভর্নমেন্টে কূটনীতি ও আন্তর্জাতিক রাজনীতির অধ্যাপক। আলোচনার শেষের দিকে ভারতের বিষয়ে মার্কিন হস্তক্ষেপ কেন করা হয় না, সেই বিষয়ে নিকোলাস বার্নসকে প্রশ্ন করেন রাহুল গান্ধী।

রাহুল গান্ধীর থেকে এই প্রশ্ন শুনে কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে যান নিকোলাস বার্নস। রাহুল গান্ধী বলেন, ‘ভারতের বিষয়ে কেন আমেরিকা কোন মন্তব্য করছে না? আপনার কি মতামত রয়েছে ভারতের আভ্যন্তরীণ ঘটনার বিষয়ে? আমি চাই ভারতের বিষয়ে আমেরিকা ভেবে দেখুক। কৃষি আইন, লকডাউন সবকিছুই মোদী সরকারের ইচ্ছায় হচ্ছে। তাঁরা ইভিএমও কবজা করছে। সবকিছুই বিজেপির দখলে চলে যাচ্ছে। রাহুলের কথায় বেশি গুরুত্ব না দিয়ে বলেন নিকোলাস বার্নস, আগামী সপ্তাহে আবারও কোন ভারতীয়ের সঙ্গে আলোচনায় এসব প্রশ্নের জবাব দেবেন।