ব্রেকিং নিউজ
Home / অপরাধ জগৎ / সরকার বিরোধী ওয়াজ করায় ইমামকে অব্যাহতি দেওয়ায় মুসল্লীদের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত

সরকার বিরোধী ওয়াজ করায় ইমামকে অব্যাহতি দেওয়ায় মুসল্লীদের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত

নারায়ণগঞ্জের বন্দরে মসজিদের ইমামকে অব্যাহতি দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মসজিদ কমিটির মোতয়াল্লী, মুসল্লিসহ ৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২ এপ্রিল) বাদ জুমা বন্দর থানার সোনাকান্দা কিল্লা জামে মসজিদের ভেতরে সংঘর্ষের ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সম্প্রতি বন্দরের সোনাকান্দা কিল্লা জামে মসজিদের ইমাম মাওলানা সাইফুল্লা জুমার নামাজের বয়ানের সময় সরকারবিরোধী বক্তব্য রাখেন। তার এই বক্তব্যে সোনাকান্দা চৌধুরীপাড়া এলাকাবাসী প্রতিবাদ করে। এক পর্যায়ে ইমাম সাইফুল্লাকে অব্যাহতি প্রদানের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ প্রদান করে। প্রতিবাদের মুখে পরে মসজিদ কমিটি মাওলানা সাইফুল্লাকে ৩ দিন আগে তার পাওনা বেতন পরিশোধ করে অব্যাহতি প্রদান করে। এ ঘটনার জের ধরে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্ল্যাহ সানুর উপস্থিতিতে তার ভাতিজা জেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক ফয়সাল অব্যাহতি প্রাপ্ত ইমাম সাইফুল্লাকে দিয়ে শুক্রবার জুমার নামাজ পড়ানোর জন্য চেষ্টা চালায়। এই নিয়ে মুসল্লিরা প্রতিবাদ করলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

খবর পেয়ে বন্দর উপজেলা পরিষদের সহকারী (ভূমি) কমিশনার আসমা সুলতানা নাসরিন ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে বন্দর থানার ওসি দিপক চন্দ্র ধর জানান, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যাতে ফের সংর্ঘষ না হয় সেজন্য দুই পক্ষকে শান্ত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।